অনলাইনে আয়ের যে বহূল প্রচলিত বিষয়গুলো আছে তার মধ্যে এফিলিয়েট মার্কেটিং অন্যতম।
তবে এখানে সমস্যা হল বেশীরভাগই স্ক্যাম অথবা পন্য বিক্রয় না হলে কোন লাভ নেই। যেমন এমাজন সবচেয়ে ভাল হলেও এখান থেকে পন্য কেনা না হলে আপনি কোন লাভই পাবেন না। তাই আপনার সাইট আন্তর্জাতিক অঙ্গনে অত্যান্ত
জনপ্রিয় না হলে বা আপনি এসইও খুব ভাল না জানলে এখান থেকে সাফল্য পাওয়া কষ্টসাধ্য ব্যাপার । কারন এদেশের বেশীরভাগ মানুষেরই নাই ক্রেডিট কার্ড তাই ইচ্ছা থাকলেও তারা অনলাইনে কেনাকাটা করতে পারেন না। তাই আজ আমি আমার এই পোষ্টে কম করে হলেও খুব সহজে এফিলিয়েট থেকে আয় করা যায়, বিশ্বস্ত এবং কোন ক্রয়-বিক্রয় ছাড়াই আয় করা যায়
সমাধান : CPA Marketing এই সাইট টির ণিয়ম আপনার রেফাররেলে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আপনি কমে ১$ আর সব চেয়ে বেশি ৫০$ পাবেন।
সেটা ডীফেন্ট করে দেশ এর উপর।
এখানে আপনার কাজ রেজিস্ট্রেশন করার পর এরা প্রতিদিন আপনাকে কিছু অফার পোস্ট দিবে আপনি সেগুলি শুধু বিভিন্ন সোসিয়াল সাইটে শেয়ার করবেন যেমন ফেইচবুক,টুইটার,লিনক,গুগল প্লাস ইত্যাদি।
এই অফার এর হাত ধরে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আপনার কানক্ষীত
বোনাস আপনি পেয়ে যাবেন।
যেমন কম্পানি যদি অফার করে ১০ $ তাহলে আপনাকে ১০$ ই দেয়া হবে।
মাঝে মাঝে অনেক বেশি ও হয়।
যেমন ipone কম্পানির কাজ করলে আপনাকে ৫০$+ দিবে।
তাই আর দেরি না করে যদি রেজিস্ট্রেশন করুন
0 comments:
Post a Comment