শুভেচ্ছা সবাইকে। আমি আবারো ইউটিউব আরনিং নিয়ে লিখছি। লাস্ট ২ মাস অনেক এক্সপেরিয়েন্স হলো। আমি ৩ প্রকার মানুষের মুখোমুখি হয়েছি। নিচে ধারাবাহিক ভাবে সেটা আলোচনা করছি।
প্রশ্ন ১। ভাইয়া, ইউটিউব থেকে কি আসলেই ইনকাম করা যায় ? এটা কোনো ভাঁওতাবাজি না তো ?
উত্তরঃ এই ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে বলছি, ভাই আপনি অনলাইনের কোনো ধরনের কাজ করার যোগ্যই না। আর বিশ্বের ২ নম্বর ওয়েবসাইট-“ ইউটিউব” সম্পর্কে যারা সন্দেহ প্রকাশ করে তাদের প্রশ্নের উত্তর এমন হওয়া উচিত যে “ আপনি লাইফে কোনো কাজেই সফল হবেন না। কারন আপনি চরমতম গাধা”।
প্রশ্ন ২। আপনার টিউটোরিয়াল দেখলে কি আমি ভালো ইনকাম করতে পারবো ?
উত্তরঃ আপনি কেমন ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার উপর। স্কুল কলেজে টিচার রা শুধু সিলেবাস অনুযায়ী পড়িয়ে যান, চাকরি পাওয়ার গ্যারান্টি দেন না। যারা টিচারদের কথা শোনেন, সিলেবাস অনুযায়ী ভালো করে পড়াশুনা করেন, শুধু তারাই খুব ভালো চাকরি পান। ঠিক তেমনি, একজন ভালো ইউটিউবার হতে গেলে যা যা জানা দরকার তার সবই আমি আমার টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি।
প্রশ্ন ৩। আপনার টিউটোরিয়ালের আলাদা বিশেষত্ব কি?
উত্তরঃ আপনি যখন ইন্টারনেট এ ইউটিউব আরনিং সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন তখন সব টিউটোরিয়াল ই একই রকম। কিভাবে চ্যানেল খুলতে হবে, কিভাবে অ্যাডসেন্স এপ্রভ করতে হবে, কিভাবে আপলোড দিতে হবে, সব টিউটোরিয়াল গুলাই ঠিক এই গুলাই আছে। এখন দেখি আমার টিউটোরিয়াল এ কি কি আছে।
১। বিগেনার ইউটিউবারদের জন্য বেসিক কিছু আলোচনা।
২। কিভাবে জিমেইল অ্যাকাউন্ড খুলবেন।
৩। কিভাবে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলবেন।
৪। কিভাবে আপনার চ্যানেল টি খুব সুন্দর ভাবে কাস্টমাইজ করবেন।
৫। কিভাবে Hosted Google AdSense একাউন্ট খুলবেন।
৬। কিভাবে আপনার YouTube চ্যানেলের সাথে AdSense একাউন্ট অ্যাড করবেন ?
৭। কিভাবে একের অধিক চ্যানেলে কাজ করবেন।
৮। কিভাবে একটি প্রফেশনাল মানের ভিডিও টিটটোরিয়াল বানাবেন।
৯। কিভাবে ভিডিও এডিটিং করবেন (ভিডিও Intro এবং Outro)
১০। কিভাবে YouTube এ ভিডিও আপলোড করবেন এবং ভিডিও মোনিটাইজ করবেন।
১১। কোন ভিডিও নিয়ে কাজ করলে দ্রুত সফল হবেন।
১২। কিভাবে কপিরাইট ভিডিও নিয়ে কাজ করে সফল হবেন।
১৩। কিভাবে YouTube ভিডিও SEO করবেন।
১৪। কিভাবে ভিডিওর ট্যাগ রিচার্জ করবেন।
১৫। কিভাবে ভিডিওর View বাড়াবেন।
১৬। কিভাবে Social Media Marketing করে বিদেশী Visitor Collect করবেন।
১৭। কিভাবে অতি দ্রুত আপনার চ্যানেলে Subscriber বাড়াবেন।
১৮। “Description & tag generator” paid software টি কিভাবে ইউজ করবেন।
১৯। কিভাবে আপনার AdSense একাউন্ট টি সঠিক ভাবে Setting করবেন।
২০। কিভাবে পিন ভেরিফিকেশন করবেন।
২১। কিভাবে ব্যাংক একাউন্ট অ্যাড করবেন।
২২। কিভাবে ডলার/টাকা Withdraw করবেন বা হাতে পাবেন।
২৩। ভিডিও র্যাঙ্ক করার জন্য বিভিন্ন সফটওয়ার কিভাবে ব্যবহার করবেন।
২৪। স্লাইড শো ও অন্যান্য ভিডিও এডিটিং এর কিছু সিক্রেট ট্রিক্স।
২৫। MCN(Multi Channel Network) সম্পর্কে সঠিক ধারণা।
# এছাড়াও আরো অনেক Hidden Tricks আছে, যেগুলা আমার টিউটোরিয়ালে ইনক্লুড করা আছে।
প্রশ্ন ৪। ভাইয়া, ইউটিউবে কত ইনকাম করা সম্ভব ?
উত্তরঃ এটার উত্তর একমাত্র ইউটিউব ই দিতে পারবে। যেমন গত বছর ইউটিউব একটি পরিসংখ্যান দিছিলো টপ টেন ইউটিউবারদের। ১ নম্বরে যিনি ছিলেন তার ইনকাম ছিল ১ বছরে ১৫ মিলিয়ন ডলার। উনি আবার গেমিং নিয়ে কাজ করতেন। এবার আসি বাংলাদেশে। বাংলাদেশের যেসব ইউটিউবাররা ইন্টারন্যাশনাল ভিডিও নিয়ে কাজ করেন তাদের ইনকাম সব থেকে বেশী। আমার চেনা পরিচিত দের মধ্যে আমার ভার্সিটির বড় ভাই সাফায়েত ভাইয়ের ইনকাম গড়ে ১৩ হাজার ডলার পার মান্থ। আমি হায়েস্ট ৪৩০০ ডলার এক মাসে ইনকাম করেছি। তবে বিগেনারদের প্রথমে ২০০-৩০০ ডলার ইনকাম আসলেও ৪/৫ মাস পর ১৫০০-২০০০ ডলার ভালো ভাবে আসবে। তবে লেগে থাকতে হবে, আর সিস্টেম মেইন্টেইন করে কাজ করতে হবে। কোনো খারাপ টপিক নিয়ে কাজ করে কেউ কোনো দিন সফল হতে পারেনি।
প্রশ্ন ৫। ভাইয়া, ইউটিউবের পাশাপাশি কি অন্য কাজও করবো ?
উত্তরঃ বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে ইউটিউব থেকেই যে সব থেকে বেশী ইনকাম করা যায়, এটা নিয়ে কারোর দ্বিমত নেই। ফ্রিল্যান্সিং সাইটে সব থেকে বেশী ফ্রিল্যান্সার এখন ইউটিউবার এবং সব থেকে বেশী ইনকাম ও ইউটিউবারদের। আবার সব থেকে কাজও কম করা লাগে ইউটিউবার হতে গেলে। এখন আপনি ই ভাবুন আপনি কি ইউটিউবার হবেন নাকি আপওয়ার্ক বা ফাইবার এ কাজ পাওয়ার জন্য যুদ্ধ করবেন?
0 comments:
Post a Comment