Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Friday, May 13, 2016

আপনার ব্যাটারি বাঁচাতে চাইলে , বর্জন করুন এই ৮ টি ব্যাটারিখোর গেম ।

By : Unknown
On : 8:07 PM


আজ আমি আপনাদের সামনে বিশ্বের সেরা ৮টি ব্যাটারিখোর গেমের সাথে পরিচয় করিয়ে দিব ও বিস্তারিত
তুলে ধরব। চলুন দেখেনিই বিশ্বের সেরা ব্যাটারিখোর গেম গুলো। আর হ্যা এগুরো শুধু শেরা ব্যাটারিখোর গেম না।
এ গেমগুলো বাস্তবেও সেরা গেম।

##1. Jewels Star বিশ্বের সেরা ব্যাটারিখোর গেমের তালিকায় প্রথমেই আছে jewels star গেমটি। মূলত এর হাই গ্রাফিক্স ও উন্নত
3D ভিজুয়্যাল এর কারনেই গেমটি সব থেকে বেশি পরিমানে ব্যাটারি ড্রেইন করে।
সারা বিশ্বে এ গেমটির ব্যাটারি ড্রেইন রেট ৩৪৪ মেগাওয়াট! ভাবতে পাচ্ছেন বিষয়টা। ৩৪৪ মেগাওয়াট বিদ্যুত হলে আমাদের কত কাজেই না লাগত
তাইনা?
##2. Hay Day গেমটি আমার দারুন প্রিয় একটি গেম। আসলে ফার্মিং করার মজাই আলাদা। কি বলেন আপনারা। তবে হ্যা ব্যাটারিখোর গেমের তালিকায় আমি এটিকে ২ নম্বরে রাখছি কারন এর ব্যাটারি ড্রেইন রেট ২১৬ মেগাওটায়।
গেমটি একই সাথে এন্ড্রয়েড ও আইফোন দুটরই বারোটা বাজাচ্ছে। তবুও আমি গেমটি খেলি।
##3. (Most mopular) COC বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় গেম হল coc।
বিশ্বজুরে এ গেমের খেলোয়ারের অভাব নেই। বর্তমানে তো অনেকেই ফান করে বলে এন্ড্রয়েড ব্যবহারকারী ২ ধরনের ১.
যারা coc খেলে ও ২. যারা coc খেলে না।
(আমি অবস্য খেলার দলে) তো যারা coc খেলে তাদের জন্য সুখবর হল ব্যাটারিখোর গেমের মধ্যে আপাতত এই টিউনে এটা আছে ৩ নম্বরে। COC গেমটির ব্যাটারি ড্রেইন রেট ২০৯ মেগাওয়াট।
##4. Angry Birds ছোট বড় সবার কাছেই অত্যান্ত
জনপ্রিয় এই গেমটি।
বিশেষত ছোটদের কাছে। তবে এটিও একটি ব্যাটারিখোর গেম। বিশেষ করে এর পপআপ এড ও গ্রাফিক্স এর কারনে এটি অনলাইন ও অফলাইন সব মোডোই বেশ ভালো পরিমানে ব্যাটারি ড্রেইন করে।
গেমটির ব্যাটারি ড্রেইন রেট ১৮৫ মেগাওয়াট।
##5. Candy Crush Saga জনপ্রিয় গেমগুলোর তালিকায় এটাও একটা।
Verizon lists অনুসার এন্ড্রয়েডের জন্য এটি একটি হাই রিক্স গেমিং এপ্স।
কিকারনে এটি হাইরিক্স তা অবস্য আমার জানা নেই। আর ব্যাটারি ডক্টর ওয়েব সাইটের মতে গেমটি সাধারনের থেকে ৩.২% দ্রুত আপনার ফোনের চার্জ নিশ্বেষ করে।
##6. Temple Run 2 অনেক আগে গেমটা খেলতাম তবে এখন আর খেলি না। কিন্তু সারা বিশ্বে অনেকের কাছেই গেমটি অনেক জনপ্রিয়। মূলত
গেমটির গ্রাফিক্স কোয়ালিটি ও গেমপ্লের কারনে এটিও একটি ব্যাটারিখোর গেম। KS Mobile’s এর টপ টেন ব্যাটারিখোর এপ্স এর মধ্যে এটি ৬ নম্বরে আছে।
##7. Fruit Ninja জনপ্রিয়তার দিকথেকে গেমটির জুরি নেই। তবে সাধারন একটা গেম হলেও এটিও বেশ ভালো ব্যাটারিখোর একটি গেম। KS Mobile’s report অনুসারে তাদের ব্যাটারিখোর তালিকার ৯ নম্বর স্থানটি ধরে রেখেছে এই গেমটি।
##8. Bejeweled Blitz পাজল গেম গুলোর মধ্যে অন্যতম একটি এডিক্টিভ গেম এটি।
তবে হ্যা গেমটি যে আপনার ফোনের ব্যাটারির ১২টা বাজাচ্ছে এটা কিন্তু নিচ্শিৎ। শুধু তাই নয় Verizon lists এ গেমটিকে ইতিমধ্যে একটি হাই রিক্স গেম হিসাবে চিহ্নিত
করা হয়েছে। গেমটি প্রচুর মেগাবাইট খরচের সাথে সাথে ২.৪% দ্রুত আপনার ফোনের ব্যাটারির অায়ুও কমিয়ে ফেলে।

আমার আজকের এই টিউনটির উদ্দেশ্য কাওকে গেম খেলতে নিষেধ করা নয়। কারন এর অনেক গেম আমি নিজেও খেলেছি বা এখনও খেলি হয়তো ভবিস্বতেও খেলব।
আমার টিউনটা করার উদ্দেশ্ব শুধু সবাইকে এসব গেমের ব্যাটারি কিলিং সমন্ধে জানানো।

1 comment:

  1. চোরাই পোস্ট। আপনারা কি চুরি ছাড়া পোস্ট করতে পারেন না? গ্রিন রেঞ্জারে তো আরও ভালো পোস্ট পাওয়া যায়। হুহ।

    ReplyDelete