এটা আপনার ৯০ দিন বন্ধ থাকা সিমের জন্য প্রযোজ্য।
আপনার বন্ধ সিম এই অফারেরআওতায় আছে কিনা তা জানতে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BHK 017xxxxxxxxxxx আর পাঠিয়ে দিন 9999 নাম্বারে। [BHK স্পেস আপনার নাম্বার]
যদি আপনার সিম ঐ অফারের আওতায় থাকে তবে আপনাকে মেসের মাধ্যমে জানানো হবে।তখন আপনি *১১১*৯০# ডায়াল করে ১১ টাকায় ২ জিবি করে মোট ৪ বার নিতে পারবেন। MB check *566*10# or *121*1*2# এটার মেয়াদ থাকবে ১৫ দিন পরে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।।
কীভাবে বাড়াতে হবে????????????????????
জিপিতে মেগাবাইটের মেয়াদ বাড়ানোর নিয়ম
নতুনভাবে মেগাবাইটের মেয়াদ বাড়তে যদি চান তাহলে আপনি ২টা অপশনে বাড়াতে পারবেন একটা ৯টাকায় ১৪ দিন আরেকটা ১৫ টাকায় ২৮ দিন।
৯ টাকায় ১৪ দিনের মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*3# তারপর আপনি যদি Autorenew চান তাহলে 1 চাপুন এবং হলে Autorenew না চাইলে 2 চাপুন।এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 14 দিনে বেড়ে গেছে।
১৫ টাকায় ২৮ দিন মেয়াদ বাড়াতে হলে ডায়াল করতে হবে *5000*8*1*4# তারপর আপনি যদি Auto renew চান তাহলে 1 চাপুন এবং হলে Auto renew না চাইলে 2 চাপুন। এবার *566*10# ডায়াল করে দেখুন মেয়াদ 28 দিনে বেড়ে গেছে।
0 comments:
Post a Comment