Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Friday, May 13, 2016

এবার আপনার Android ফোন চালান একদম কম্পিউটার স্টাইলে একদম Windows এর মতো Same To Same

On : 3:12 AM


এবার আপনার Android ফোন চালান একদম কম্পিউটার স্টাইলে একদম Windows এর মতো Same To Same আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ কের টিউন লিখতে যাচ্ছি। কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো না থাকার কি আছে প্রযুক্তির সাথে থাকলে সবাই এমনিতেই ভালো থাকে যাহোক আপনাদেন প্রথমেই বলে রাখি এটা একটা পুরোতন অ্যাপ তাই অনেকের কাছে থাকতে পারে।
আগে দেখে নিন।

 App Name:Android Windows 7
Size:2.18MB
প্রথমে অ্যপটি নিচের Link থেকে ডাউনলোড করে নিন। Download
এই অ্যপ দিয়ে আপনি কম্পিউটারের মজা নিতে পারবেন আপনার Android মোবাইল থেকেই।সেম উইনডোজ এর মতো এটা Start বাটনে ক্লিক করলে আপনার সকল কিছু দেখতে পারবেন তারপর নিচের মতো Appl এ ক্লিক করে আপনার সকল অ্যাপ লিষ্ট দেখতে পারবেন।উপরে Computer এ ক্লিক করেলে Computer এর মত PC Explore এবং Application List দেখতে পাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একেবারে কম্পিউটারের মতো সাউন্ড দেয় অর্থাৎ ক্লিক করলে সাউন্ডটা সেম কম্পিউটারের মতো হবে যদি ভালো লাগে তবে অ্যাপটা উপরে দেওয়া Link থেকে ডাউনলোড করে নিন।

0 comments:

Post a Comment