Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Tuesday, March 1, 2016

যুক্তরাজ্যের এক ভিক্ষুকের দৈনিক আয় ৫৫,০০০ টাকা দেখুন জানবেন অনেক কিছু { প্রথম আলো থেকে }

By : Unknown
On : 9:45 PM
In :



যুক্তরাজ্যের

ভিক্ষা করে আয় করেন ৫০০ পাউন্ড বা
বাংলাদেশি মুদ্রায় ৫৫,০০০ টাকা। তার
বসবাসের মত যথেষ্ট সম্পদ থাকার পরেও
তিনি নিজেকে গৃহহীন দাবি করে স্থানীয়
দোকানি এবং যাত্রীদের টার্গেট করে এই
ভিক্ষাবৃত্তি চালান।
নামহীন ঐ ভিখারী পশ্চিম মিডল্যান্ডের
ওলভারহাম্পটন সিটি সেন্টারের সামনে
বসে ভিক্ষা করেন এবং তার সাপ্তাহিক
আয় ২৫০০ পাউন্ড বা ২,৭৫,০০০ টাকা বলে
জানা যায়।
তার এই করপূর্ব বার্ষিক আয় দাঁড়ায়
১,৩০,০০০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১
কোটি ৪৫ লক্ষ টাকা। যা যুক্তরাজ্যের
বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের
বার্ষিক বেতনের চেয়ে মাত্র ১২,০০০
পাউন্ড কম!
ওলভারহাম্পটনের পরিবেশ প্রধান এবং
নির্বাচিত কাউন্সিলর স্টিভ ইভানস বলেন,
‘ভিক্ষুকটির কাছে থাকার জন্যে যথেষ্ট
পরিমাণ সম্পদ রয়েছে তারপরেও সে
নিজেকে গৃহহীন দাবি করে দোকানিদের
কাছ থেকে অর্থ সংগ্রহ করেন।’
তিনি বলেন, লোকটির প্রতিদিনের আয়
৫০০ পাউন্ড এ তথ্যটি তার এক সহকর্মী
কাউন্সিলর অফিসার তাকে জানিয়েছেন।
‘আমরা জানি সে গৃহহীন নয়। নিবন্ধনকৃত
তথ্যে সে একটি ঠিকানাও দিয়েছে এবং
সেখানে সে মোটামোটি ভালো গৃহেই
বসবাস করে। তবুও ব্যস্ত সময়ে শহরের
প্রাণকেন্দ্রে তাকে দেখা যায় এবং
সারাদিনব্যাপী সেখানে অবস্থান করতেই
সে পছন্দ করে।’
‘সে বিভিন্ন শহরেও ভ্রমণ করতে পারে
এবং সে একটি ভালো পরিমাণ অর্থ সংগ্রহ
করে যা আপনার আমার চেয়েও
অনেক বেশি।’
‘এটা খুবই লজ্জাজনক যে- যেখানে অনেক
মানুষের প্রকৃতভাবে সাহায্য প্রয়োজন
সেখানে কিছু ব্যক্তি আছেন যারা
মানুষের কোমলতাকে কাজে লাগিয়ে
সুবিধা গ্রহণ করেন। আমি এটা গ্রহণযোগ্য
বলে মনে করি না। ’
তিনি অভিযোগ করেন, ‘ভিখারী ব্যক্তিটি
শহরের দয়ালু হৃদয়ের মানুষদের টার্গেট
করেন, যেখানে এই শহরের মানুষদের
বার্ষিক গড় আয় ২০,০০০ পাউন্ড।’
তিনি বলেন, অধিকাংশ ভিখারী গৃহহীন
নয়, বরং তারা ভিক্ষা করে মাদক সেবনের
জন্য।

0 comments:

Post a Comment