AYUWAGE এই সাইট দুই টি তে এরকম কোন ফ্রেম ব্রেকার থাকে না। কিন্তু এ এই ধরনের কোন ফ্রেম ব্রেকার না থাকলেও একটি হিডেন সফটওয়্যার থাকে।যার দ্বারা ওরা আপনি অ্যাড টি ঠিকমত দেখেছেন কিনা তা ফলো করে।যদি আপনি ওদের ঠিক মত ফলো না করেন তা হলে ওরা আপনাকে SUSPEND করে দিবে।এই টাই হল প্রধান সমস্যা।
আয় করতে visit করুন এখানে
কারন বেশির ভাগ ইউজার মনে করে যেহেতু কোন টাইমার নাই তাই ১/২ সেকেন্ড পরেই ওই অ্যাড কেটে দিয়ে আরেকটি অ্যাড দেখে।ফলাফল সরূপ অ্যাকাউন্ট সাসপেণ্ড। AYUWAGE এ চার ধরনের অ্যাড আছে।##AYUWAGE## Ayuwage is a nicely established website that has been on-line and paying since February 2010. Ayuwage customers earn from clicking advertisements, ( advertisements-surveys, doing different duties. Website just isn’t typical PTC website and would require customers to concentrate to the work they do. Limitless Referral – There isn’t a restrict to the variety of individuals you’ll be able to refer.
ক্যাটাগরি: GPT, Survery, Task, Email, Captcha, etc (PTC সাইটের মত হলেও মূলত পিটিসি না)
মিনিমাম ক্যাশআউট: 5$ (ঠিকমত কাজ করলে ২-৩ দিনেই হয়ে যাবে)
পেমেন্ড মেথড: Paypal, Payza ভয় পাবেন না। কাজ করেন।
# প্রতিদিন যতখুশি তত ডলার কিভাবে?
1. এই সাইটের বৈশিষ্ট্য হলো প্রতি 3 মিনিট পর পর এড দেয়। মানে এখন যেই এড
পেলেন সেই এড 3 মিনিট পর আবার পাবেন। সেখানে স্পস্ট লেখা আছে। "Refresh
this page after 3 minutes to get new sites"
2. অনেক দামি দামি এড দেয় সেখানে। 0.001$, 0.005$, 0.015$ থেকে 0.030
পর্যন্ত। আর সার্ভেসহ অন্যান্য আরো আয়ের ব্যবস্থা আছে সেই গুলোতে 0.015-2.5
$ ইনকাম ।
# কিভাবে একাউন্ট খুলবেন ও কাজ করবেন ?
একাউন্ট খুলুন এখান থেকে >> Click here
এবার দেখুন আয়ের সব অপশন আছে। সবচেয়ে সহজ অপশন হচ্ছে, View এবং Regular
আপনি পারলে অন্যগুলোতে করতে পারেন আমি শুধু প্রথম ৩ টি কাজ কিভাবে করতে হয়
তা করে দেখাবো (যদিও আমি ৫ টি ই করে থাকি সমস্যা নাই আপনারা অ্যাড ট্যাব এ ক্লিক করলেই "Instructions" লেখা অংশে প্রত্যেকটি কাজ কিভাবে করতে হয় তা দেখতে পারবেন)।
View তে ক্লিক করুন দুই পাশে এড দেখতে পাবেন। নীল দাগ দেওয়া বাম পাশের এডগুলোর ভেলু 0.003 এবং ডান পাশের এড ভেলু 0.001
যে কোন এডে ক্লিক করার পর নিচের ছবির মত আসবে সেখানে Continue to Website এ ক্লিক করুন:
এখানে লক্ষ্য করলে দেখবেন যে আপনি আলাদা ধরনের অ্যাড যেমনঃView,Regular,Explore etc ক্লিক করে কিভাবে কাজ করবেন তার নির্দেশনা "Continue to Website" লেখার নিচে দেওয়া থাকবে তা ফলো করুন।
দাঁড়ান পিটিসি সাইটে কিন্তু এড দেখার সময় টাইম ওঠে বা কোন দাগ বা রেখা এ পাশ থেকে ওপাশে যা্য় এই সাইটে তা হয় না কিন্তু এখানেও টাইম ওঠে আপনাকে সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগেই টেবটি ক্লোজ করলে ডলার পাবেন না। কারন এই সাইট এর অ্যাড পেজ ওপেন হলে তাতে লুকানো সফটওয়্যার থাকে যা আপনি কতক্ষণ ঐ সাইটে থাকলেন তা মনিটর করে। এই পেজের আগের পেজে দেখুন নিচের ছবির মত টাইম দেখাবে সেটা স্টপ হলে এই পেজ রিফ্রেশ করুন নতুন অ্যাড পাবেন:
এভাবে প্রত্যেকটা এডে ক্লিক করুন। সবগুলো এড দেখা শেষে নিচের ছবির মত আসবে যে 3 মিনিট পর এই পেজ রিফ্রেশ দিন দেখুন:
এবার Regular এ ক্লিক করুন: সেই একই রকম এড আসবে একই ভাবে দেখা যাবে তবে এই
পেজের এডগুলো বেশি দামি। বাম পাশের এড ভেলু 0.015 এবং ডান পাশের এড ভেলু
0.005 ।
.........................................................................................................................................................
এবার Explore এ যান এবং একটি অ্যাড ক্লিক করুন তারপর কয়েকটি সাইট পার হয়ে সর্বশেষ যে সাইট আসবে তার অ্যাড্রেস কপি করে অ্যাডের পেজএ তিনটি ফাঁকা ঘর দেখবেন তার ১ম টিতে পেস্ট করুন আবার ঐ সাইটের অন্য কোন পেজ এ যান আগের মত অ্যাড্রেস কপি করে ২য় ঘরে পেস্ট করুন, এইবার ঐ সাইটে বিভিন্ন অ্যাডসেন্স এর অ্যাড আছে তার যেকোনো একটিতে ক্লিক করার পর যে পেজ ওপেন হবে তার অ্যাড্রেস কপি করে ৩য় ঘরে পেস্ট করুন এবং সাবমিট করুন তাহলে ০.০৩$ আপনার অ্যাকাউন্ট এ যোগ হবে।
.........................................................................................................................................................
এবার Explore এ যান এবং একটি অ্যাড ক্লিক করুন তারপর কয়েকটি সাইট পার হয়ে সর্বশেষ যে সাইট আসবে তার অ্যাড্রেস কপি করে অ্যাডের পেজএ তিনটি ফাঁকা ঘর দেখবেন তার ১ম টিতে পেস্ট করুন আবার ঐ সাইটের অন্য কোন পেজ এ যান আগের মত অ্যাড্রেস কপি করে ২য় ঘরে পেস্ট করুন, এইবার ঐ সাইটে বিভিন্ন অ্যাডসেন্স এর অ্যাড আছে তার যেকোনো একটিতে ক্লিক করার পর যে পেজ ওপেন হবে তার অ্যাড্রেস কপি করে ৩য় ঘরে পেস্ট করুন এবং সাবমিট করুন তাহলে ০.০৩$ আপনার অ্যাকাউন্ট এ যোগ হবে।
বেশি আয় করতে আপনি যা করবেন:
Regular পেজের এড দেখতে 3 মিনিট হয়ে যাবে সব এডে ক্লিক কররে View পেজটা
রিফ্রেশ দিন নতুন এড পাবেন। সেই গুলো করে আবার Regular পেজে যান সেগুলো
করতে করতে 3 মিনিট যাবে আবার View পেজে জান। এবার Explore পেজে যান সেগুলো
করতে করতে 3 মিনিট যাবে আবার View পেজে জান।এই ভাবে যতক্ষন কাজ করবেন তত
ডলার জমা হবে।এছাড়া Survey সহ অন্যান্য কাজ গুলোও করতে পারেন তবে ভালোভাবে
পড়ে বুঝে তারপর করবেন।
# ক্যাশ আউট কিভাবে করবেন?
5$ হলেই Reward পেজে গিয়ে একদম নিচে Paypal, Payza দেখতে পাবেন। চিত্র দেখুনঃ
সাথে 5$, 10$ ও Cash out Credit লেখা আছে 5$ ,10$ এর একটাতে "Purchase Item" এ ক্লিক করলে যথাক্রমে 5$ ,10$ (আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী) (আপনার অ্যাকাউন্ট এ $ থাকলে বাটন "Purchase Item" অ্যাক্টিভ থাকবে)।ক্যাশ আউট রিকোয়েস্ট যাবে কয়েক দিনের মথ্যে আপনার একাউন্টে ডলার চলে যাবে।
বি:দ্র: এটা অনেক পুরোনো সাইট, আগে পিটিসি সাইট থেকে পেমেন্ট পেতে 7 দিন,
10 দিন, বা ১ মাস সময় লাগতো। সাইট আপডেট হবার পর সেটা হয়না। যাই হোক
পেমেন্ট পেলে 1 দিন আগে আর পরে সমস্যা নাই।সাথে 5$, 10$ ও Cash out Credit লেখা আছে 5$ ,10$ এর একটাতে "Purchase Item" এ ক্লিক করলে যথাক্রমে 5$ ,10$ (আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী) (আপনার অ্যাকাউন্ট এ $ থাকলে বাটন "Purchase Item" অ্যাক্টিভ থাকবে)।ক্যাশ আউট রিকোয়েস্ট যাবে কয়েক দিনের মথ্যে আপনার একাউন্টে ডলার চলে যাবে।
আমার প্রাপ্ত ৮ম পেমেন্ট এর প্রুফ-
0 comments:
Post a Comment