ফ্রিল্যান্সিং (Freelancing) বর্তমান সময়ে পত্রপত্রিকা, টিভি-ইলেক্ট্রনিক মিডিয়ার ও লোকমুখে খুব আলোচিত একটি শব্দ। এ সম্পর্কে ভাল ধারণা না থাকলেও শব্দটি শোনেনি এমন কাউকে খুজে পাওয়া কঠিন। কাঁড়ি কাঁড়ি ডলার বা ২/১ মাসের মধ্যেই লক্ষ লক্ষ টাকা আয়ের মতো কল্পকাহিনী জড়িয়ে রয়েছে 'ফ্রিল্যান্সিং' এর সঙ্গে। ব্লগসাইটগুলোতে কিম্বা ট্রেনিং সেন্টারগুলোর পোষ্টারে দেখা যায় কম্পিউটারের পর্দা থেকে ডলার উড়ে আসছে, যেন ধরার লোক না কিম্বা পায়ের উপর পা তুলে ডলার গুণছেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর অর্থ হলো মুক্তপেশা। অন্যভাবে বলা যায়, নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। এ ধরণের পেশাজীবিকে বলা হয় ফ্রিল্যান্সার (Freelacer) বা মুক্তপেশাজীবি। ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার শব্দগুলো আমাদের কাছে সাম্প্রতিক হলেও এই ধরনের পেশার সঙ্গে আমরা অনেক আগে থেকে পরিচিত।
www.freelancer.com
আরও অনেক কিছু জানবেন
Download freelancer book -
0 comments:
Post a Comment