Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Saturday, February 13, 2016

প্রিমো জেডএক্স টু মিনি : ৩ জিবি র‍্যামের সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন

By : Unknown
On : 1:11 AM
প্রিমো জেডএক্স টু মিনি : ৩ জিবি র‍্যামের সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন
সাশ্রয়ে উন্নত কনফিগারেশনের স্মার্টফোন দিয়ে দেশের বাজার মাতিয়ে রেখেছে চীন ও তাইওয়ানভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠানের সাথে যেসব দেশীয় প্রতিষ্ঠান শক্তপোক্তভাবে ঠেক্কা দিয়ে থাকে তার মধ্যে ওয়ালটন অন্যতম। বাজারে প্রতিষ্ঠানটির ‘প্রিমো জেডএক্স’ সিরিজের ফোনের গ্রাহকপ্রিয়তা বেশ। আর সেজন্য এই সিরিজের ‘প্রিমো জেডএক্স টু মিনি’ নামের একটি ডিভাইস এনেছে সংশ্লিষ্টরা।
 
উচ্চ প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচারের নতুন এই ফ্লাগশিপ স্মার্টফোনটি মিলবে ২০ হাজার ৯৯০ টাকায়। গোল্ডেন, লিকুইড সিলভার ও স্লেট গ্রে- এই তিনটি রঙে পাওয়া যাবে প্রিমো জেডএক্স টু মিনি।
 
৬.৯ মিমি পুরুত্ব ও ১৪৭ গ্রাম ওজনের এই স্মার্টফোনের বডি মেটাল ডিজাইনে তৈরি করা হয়েছে। অভিজাত লুক আনতে এর ডিজাইন করা হয়েছে পিওর অ্যালুমিনিয়াম ব্যবহার করে সিএনসি (কম্পিউটার নিউমেরিক্যালি কন্ট্রোল) পদ্ধতিতে।
 
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড প্রযুক্তির ৫.৫ ইঞ্চি স্ক্রিনের এইচডি (১২৮০ বাই ৭২০ রেজ্যুলেশন) ডিসপ্লে। এতে মাল্টি টাচ সুবিধায় হাতের দশ আঙুল পরিচালনা করা যাবে। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহৃত হয়েছে তৃতীয় প্রজন্মের কর্নিং গরিলা গ্লাস।
 
থ্রিজি ও টুজি প্রযুক্তির পাশাপাশি স্মার্টফোনটি সর্বাধুনিক ফোরজি এলটিই প্রযুক্তি সমর্থন করে। ডুয়াল সিম স্লট সুবিধার হ্যান্ডসেটটির একটি সিম স্লটে মাইক্রো সিম এবং আরেকটি সিম স্লটে ন্যানো সিম কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
 
প্রসেসর হিসেবে এতে রয়েছে ৬৪ বিট ১.৩ গিগাহার্জ এআরএম করটেক্স-এ৫৩ অক্টা কোর প্রসেসর, গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি টি৭২০, মেমোরির ক্ষেত্রে রয়েছে দ্রুতগতির ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং মেমোরি কার্ডের মাধ্যমে আরও ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত স্টোরেজ ব্যবহারের সুবিধা।
 
‘প্রিমো জেডএক্স টু মিনি’ স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে রয়েছে অটোফোকাস ও এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ বিসিআই সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। যার অ্যাপাচার সাইজ এফ২.০। রিয়ার ক্যামেরার ফিচার হিসেবে রয়েছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেল্ফ টাইমার, অটো ফোকাস, টাচ ফোকাস, জিও-ট্যাগিং ও টাচ শট। আল্ট্রা পিক্সেল মোড অপশনটির সাহায্যে ৬৫ মেগাপিক্সেল রেজুলেশ্যনের ছবি তোলা যাবে। ফলে দূরের অস্পষ্ট বিষয় স্পষ্টভাবে দেখা যাবে ছবিতে। ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে বিসিআই সেন্সরের ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
 
রিয়ার ক্যামেরার সাহায্যে ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০) ভিডিও ধারণ এবং ফ্রন্ট ক্যামেরার সাহায্যে এইচডি (১২৮০ বাই ৭২০) ভিডিও ধারণ ধরা যাবে। গান শোনা ও মুভি দেখায় রয়েছে ডিটিএস মিউজিক সিস্টেম। ফলে অনেক বেশি জীবন্ত ও পরিস্কার শব্দানুভূতি পাওয়া যাবে।
 
দ্রুত গতিতে ডাটা ট্রান্সফারের জন্য আধুনিক ইউএসবি টাইপ-সি পোর্ট সুবিধা সহ ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, হট নক, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং, ওয়াই-ফাই হটস্পট, ওটিএ, ওটিজি সুবিধা রয়েছে।
 
দীর্ঘ সময় ব্যাকআপের জন্য এতে ৩১৫০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ব্যাটারির চার্জ সাশ্রয়ে পাওয়ার সেভিং মোড ছাড়াও রয়েছে এক্সট্রিম পাওয়ার সেভিং মোড।

0 comments:

Post a Comment