ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করতে এখানে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন।
- http://www.avast.com/download-update এই লিঙ্কে যান। তারপর vps update ডাউনলোড করুন। ইন্সটল করুন।
এর পরের পদ্ধতিটা খুব মজার। আপনার নেট না থাকলে, আপডেটেড অ্যাভাস্ট ইউজ করে এমন এক বন্ধুর বাসায় পেন্ড্রাইভটা নিয়ে যান।
তার পিসির C:\Program Files\Alwil Software\Avast5\Setup এই ঠিকানায় যান।
এর পর .vpx নামে যত ফাইল আছে কপি করে পেনড্রাইভে করে বাসায় নিয়ে আসুন।
তারপর আপনার পিসির একই ফোল্ডারে সেফ মূডে পেস্ট করুন।
খেয়াল রাখবেন, সেফমুড ছাড়া কিন্তু ফাইলগূলো পেস্ট হবেনা।
এই পদ্ধতিতে পিসির ওপারেটিং সিস্টেম সেটআপ দেয়ার আগেও ব্যাকয়াপ রেখে দিতে পারেন। তাহলে বারবার আপডেট দিতে হবেনা।
এই টিপসটি অ্যাভাস্ট এর প্রায় সকল ভার্সনেই কাজ করবে। যাদের কাছে অ্যাভাস্ট এর নতুন ভার্সন Avast 8
ডাউনলোড করা নেই তারা ডাউনলোড করতে এখানে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন।
0 comments:
Post a Comment