Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Sunday, May 15, 2016

Windows 10 এর Photo Viewer ভাল লাগছেনা। ফিরিয়ে আনুন সেই পুরানো Windows 7 এর Photo Viewer মাত্র 848KB Software দিয়ে।

By : Unknown
On : 9:39 PM

আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন। যদি কেউ এই টিপসটি জেনে থাকেন তাহলে দয়া করে কোন খারাপ টিউমেন্ট করবেন না। এই টিউনটি যারা জানেন না তাদের জন্য। বর্তমানে Windows এর সর্বশেষ ভার্সন হল Windows 10 .  প্রচলিত সকল উইন্ডোজ এর মত Windows 10 এ মাইক্রোসফট অনেক নতুন Function Add করেছে। যার কারনে যারা পূর্বের সিস্টেম এর  সাথে মানান সই তাদের কিছুটা সমস্য দেখা দিয়েছে।এটাই স্বাভাবিক যারা Windows 10 Upgrade মাধমে ইন্সটল করেছেন  তারা হয়ত এই রকম সমস্যায়  পরেন নাই। কিন্তু যারা Clean Setup দিয়েছেন  তাদের অনেকেরই হয়ত Windows 10 এর Photo Viewer ভাল লাগেনা। তারা চাইলে তাদের পুরনো  Windows 7 এর  Photo Viewer কে ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনতে চাইলে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার টি  Download  করেন। সফটওয়্যার টি ডাউনলোড হয়ে গেলে প্রথমে জিপ ফাইল টি Unzip করুন এবং WinaeroTweaker.exe টুলস টি ওপেন করুন। ওপেন করার এই রকম একটি উইন্ডো দেখতে পারবেন।
এখান থেকে Windows Apps এ Click করেন। Click করার পর তার নিচ থেকে Activate Windows Photo Viewer এ Click করেন।  তার পর  ডানপাশ থেকে Activate Windows Photo Viewer এ Click করেন। Click করার পর কিছুক্ষণ লোড হবে। তারপর এরকম একটি উইনডো আসবে।

এখান থেকে Windows Photo Viewer এ Click করেন। তারপর ডানপাশ থেকে Set this Programs default এ Click করে OK দিন কাজ শেষ। এখন একটি ফটো ওপেন করে দেখেন আপনার উইনডোজ সেভেন এর Photo Viewer দিয়ে ওপেন হয়েছে।

0 comments:

Post a Comment